নাক চেপে আছে সুগন্ধির শহর ফ্রান্স
নিজস্ব প্রতিবেদকঃ আনাজেত উল্লাহ(ফ্রান্স)
বর্জ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের পেনশন বা অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে এক সপ্তাহ ধরে ধর্মঘট চলছে ফ্রান্সে; ফলে ডাস্টবিনগুলোতে ময়লা-আর্বজনা উপচে পড়ার পাশাপাশি প্যারিসের রাস্তায় স্তূপ হয়ে আছে হাজার হাজার টন বর্জ্য।
“বড্ড নোংরা; তেলাপোকা আর ইঁদুর চলে আসছে”, ফরাসি রেডিওতে অভিযোগ করেন এক নারী।
সম্প্রতি পরিচ্ছন্নতা কর্মীদের পেনশনের বয়স সীমা ৬২ থেকে ৬৪ করার প্রস্তাব করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। এর প্রতিবাদেই কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন শ্রমিকরা।
ধর্মঘটে প্যারিসের পাশিাপাশি নোথ, হেন, ও লু হ্যাভা শহরেও ময়লার স্তূপ জমে একই অবস্থা তৈরি হয়েছে।
প্যারিস কর্তৃপক্ষ বলছে, ধর্মঘটে শহরের অর্ধেক ডিস্ট্রিক্ট আক্রান্ত, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করেন কাউন্সিলের পরিচ্ছন্নতা কর্মীরা। তিনটি বর্জ্য শোধনাগার অবরুদ্ধ, চতুর্থ আরেকটি আংশিক বন্ধ। ৫ হাজার ৬০০ টন বর্জ্য এখনও সংগ্রহ করা হয়নি।