Thursday , 2 November 2023 | [bangla_date]
  1. ১৪০ এসপির পদোন্নতি
  2. ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার
  3. অগ্নিকান্ড
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আইনজীবী
  8. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
  9. আন্তর্জাতিক
  10. আর্কাইভ
  11. আলুর সিন্ডিকেট
  12. উপজেলা
  13. কাঁচপুর
  14. কৃষি ও প্রকৃতি
  15. খেলাধুলা

নাকে খত দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: শামীম ওসমান

প্রতিবেদক
Md Hasan
November 2, 2023 6:31 pm
নাকে খত দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা, একজন মৃত পুলিশেকে চাপাতি দিয়ে কোপাচ্ছেন, যার ভিডিও আমরা সবাই দেখেছি। আড়াইহাজারে এক পুলিশ ভাইকে কোপানো হলো। তাকে যখন ভ্যানগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তার ওপর হামলা করা হলো।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নিশ্চিন্ত থাকেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আল্লাহকে স্মরণ করে বলছি, শেখ হাসিনা কাউকে ভয় করেন না। কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন।’

এ সময় বিএনপি উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওরা যদি নির্বাচনে আসতে চায়, তাহলে নাকে খত দিয়ে আসবে। সারা দেশের মানুষের কাছে এখন ওদের মুখোশ উম্মোচন হয়ে গেছে। কাকে না কাকে ধরে বাইডেনের উপদেষ্টা বানায় দিল! ওরা এতটাই ভুয়া।’

আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত নম পার্কে আয়োজিত এক প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির হরতাল-অবরোধ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘ওদের কী দৈন্য দশা! বিএনপির যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জে আসেন, অথচ তার সঙ্গে থাকেন কয়েকজন মাত্র নেতা-কর্মী। তারা আবার ক্ষমতায় আসতে চায়!’

নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা, একজন মৃত পুলিশেকে চাপাতি দিয়ে কোপাচ্ছেন, যার ভিডিও আমরা সবাই দেখেছি। আড়াইহাজারে এক পুলিশ ভাইকে কোপানো হলো। তাকে যখন ভ্যানগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তার ওপর হামলা করা হলো।

‘যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করতে পারে, পুলিশকে কোপাতে পারে, এমনকি সাংবাদিককে কীভাবে পেটানো হলো তাও আমরা দেখলাম। এত কিছুর পরও আমরা ধৈর্য্য ধরে আছি। একদিকে জামায়াত, আরেকদিকে বিএনপি- ওরা দুই দিক থেকে এই কাজগুলো করছে।’

আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের মহাসমাবেশের প্রস্ততির বিষয়ে দলীয় নেতা-কর্মীদের শামীম ওসমান বলেন, ‘আগামী ৪ তারিখ সম্ভবত নির্বাচনের আগে আমাদের শেষ বৃহৎ জনসমাবেশ হবে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও বন্দর- এই তিন উপজেলার জন্য আমরা ট্রেন ভাড়া করেছি। আমরা এই জনসমাবেশে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সেইদিন আমরা আমাদের সর্বচ্চ জমায়েতটা করতে চাই। এই সমাবেশ দেখার পর বিদেশিরা হয়তো কথা বলা বন্ধ করে দেবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঢাকা