অনলাইন ডেস্ক:
সিদ্ধিরগঞ্জে দোকানের তালা ভেঙ্গে ৩০০ বস্তা চাল ও ৭ কার্টুন সয়াবিন তেল লুট করে নিয়ে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় ফিরোজ মার্কেটে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বৃহস্পতিবার রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. জিতু মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ফিরোজ মার্কেটে দোকান ভাড়া নিয়ে সেখানে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি । বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সবগুলো তালা ভাঙ্গা। দোকানে মজুদকৃত মালামালের মধ্যে ৩০০ বস্তা চাল ও ৭ কার্টুন সয়াবিন তেল নেই। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
আরো পড়ুন…নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাহবুব আলম
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে।
আরো পড়ুন…সাংবাদিক ভূইয়া কাজল এর মুক্তকলাম
এই বিষয়টি এলাকায় জানাজানি হলে সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এলাকার স্থানীয়দের মতে কিছুদিন পরপরই রাতের বেলা চুরি, ছিনতাইসহ ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ নিয়মিত টহল দিলে চুরি, ছিনতাই, ডাকাতির মত ঘটনা কিছুটা কমে আসতো।