Wednesday , 8 May 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. 1Win AZ Casino
  3. 1Win Brasil
  4. 1win Brazil
  5. 1WIN Casino Brasil
  6. 1win India
  7. 1WIN Official In Russia
  8. 1win Turkiye
  9. 1win uzbekistan
  10. 1winRussia
  11. 1xbet
  12. 1xbet apk
  13. 1xbet AZ Casino
  14. 1xbet Azerbajan
  15. 1xbet Casino AZ

মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকে ২ এজেন্ট আটক, প্রার্থীর এজেন্টকে মারধর

প্রতিবেদক
admin
May 8, 2024 2:02 pm

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে৷

বুধবার সকাল এগারোটার দিকে মদনপুর ইউনিয়নের ৩৩ নম্বর কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে৷

আহত ফারুক হোসেন বলেন, ‘কেন্দ্রে ঢোকার পর থেকেই আমাকে বের হয়ে যাবার জন্য হুমকি দিচ্ছিলো দোয়াত-কলম প্রতীকের পোলিং এজেন্ট৷ আমি রাজি না হওয়াতে আমাকে ভোটকক্ষ থেকে বের করে মারধর করা হয়৷’

দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে লড়ছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ৷ তিনি এ উপজেলার বর্তমান চেয়ারম্যান৷

জানতে চাইলে কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘এটা তেমন কিছু না৷ একটু তর্কাতর্কি হয়েছিল৷

পরবর্তীতে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়৷ ওই এজেন্ট এখন ভোটকক্ষে কাজ করছেন৷’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ হোসেনের অভিযোগ, মদনপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ সালাম তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রভাব বিস্তার করছেন৷

তারা ভোটারদের দোয়াত-কলম প্রতীকে ভোট দিতে হুমকি দিচ্ছেন৷ কেন্দ্রে থাকা আনারসের এজেন্টদের কেন্দ্রের ভেতরে হুমকি দিচ্ছেন৷

‘এভাবে চলতে থাকলে তো সুষ্ঠু নির্বাচন বলতে কিছু থাকবে না৷ প্রশাসনের তৎপরতা আরও জোরদার করতে হবে৷’

তবে, এ বিষয়ে মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালামকে মুঠোফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি৷

এদিকে, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের এক পোলিং এজেন্ট ভোটকক্ষের ভেতরে মোবাইল নিয়ে অবস্থান করায় তাকে আটক করে পুলিশ৷

একই কারণে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উড়োজাহাজ প্রতীকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানুর এক এজেন্টকে আটক করা হয়৷

রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি৷ অভিযোগ পাবার সাথে সাথেই সেখানে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খল বাহিনী৷ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সন্তোষজনক আছে৷’

সর্বশেষ - রাজনীতি