অনলাইন ডেস্ক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী যোবায়ের হোসেন তরফদার (১৬) এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উপজেলার দৌলতপুর উচ্চবিদ্যালয় থেকে এবার সে মানবিক বিভাগ থেকে জিপিএ–৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়। উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের আকবর হোসেন তরফদারের ছেলে যোবায়ের হোসেন তরফদার। দুই বছর বয়সে যোবায়ের প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। ওই সময় অন্য শিশুরা তার চোখে বালু ছিটিয়ে দেয়। সেই থেকে তার চোখে সমস্যা দেখা দেয়। তার বাবা আকবর হোসাইন দেশে-বিদেশে চক্ষুবিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করান। কিন্তু ছেলের চোখের দৃষ্টি আর ফেরাতে পারেননি। দৃষ্টি না ফিরলেও বাবা আকবর হোসেন তরফদার ও মা নীলিমা আক্তার ছেলের পড়ালেখা শেখানোর ভীষণ আগ্রহী ছিলেন। পাঁচ বছর বয়সে যোবায়েরকে প্রথম শ্রেণিতে বাড়ির পাশের কেরামজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন তাঁরা। এরপর ২০১৮ সালে দৌলতপুর উচ্চবিদ্যালয় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় যোবায়ের। এ বছর ওই বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে এই সাফল্য পেয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী যোবায়ের হোসেন তার প্রতিক্রিয়ায় বলে, ‘আমার বিশ্বাস ছিল, পরীক্ষায় আমি ভালো ফল করব। আল্লাহর রহমতে আমার ফল ভালো হয়েছে। আমি খুব খুশি হয়েছি। লেখাপড়া করে ভবিষ্যতে আমি শিক্ষক হতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।’ এমন ফলের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায় সে। যোবায়ের হোসেনের মা নীলিমা আক্তার বলেন, ছেলে এ সমাজের বোঝা নয়। সে দেশের ভবিষ্যৎ। ছেলেকে সমাজের সবাই সহযোগিতা করলে সে একদিন দেশের গৌরব বয়ে আনবে।