আলোরধারা ডেস্ক:
১১ আগস্ট ২০২২ইং তারিখে বিকাল আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র্যাব-১১ এর একটি চৌকশ আভিযানিক দল শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মুন্সিকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী বাবুল ওরফে রাঙ্গা বাবুল(৫৫), পিতা- মৃত লাল মিয়া, সাং- দাপা ইদ্রাকপুর, ফতুল্লা রেল স্টেশন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি- সাং- মুন্সিকান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামি একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত সন্ত্রাসী ২০০৮ সালে ফতুল্লা থানাধীন মামুদপুর বাসস্ট্যান্ডের পাশে অস্ত্রসহ গ্রেফতার হলে সে সহ আরো দুই আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় ঞযব অৎসং অপঃ ১৮৭৮ আইনে একটি মামলা দায়ের হয় যার মামলা নং-২৪(০৩)০৮। আসামীর স্বীকারোক্তি মতে, জামিনে গিয়ে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে শরিয়তপুরের জাজিরায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ী হয় এবং বিগত দীর্ঘ ১৩ বছর উক্ত মামলায় সে পলাতক ছিলো।
উক্ত আসামীর বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯-অ ধারা প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় আরো একটি ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।