Saturday , 12 August 2023 | [bangla_date]
  1. অগ্নিকান্ড
  2. অপহরণ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইনজীবী
  6. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
  7. আন্তর্জাতিক
  8. আর্কাইভ
  9. উপজেলা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. গলাচিপা
  14. গ্যাস সংযোগ
  15. চট্টগ্রাম

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ডিএনডি ব্রিজ

প্রতিবেদক
Sumaiya Akter
August 12, 2023 6:48 pm
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ডিএনডি ব্রিজ

অনলাইন ডেস্ক:

শনিবার (১২ আগস্ট) বিকেলে নাসিক ১নং ওয়ার্ডের হীরাঝিল এলাকায় কাসসাফ মার্কেট সংলগ্ন ব্রিজটিতে সরেজমিনে গিয়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা চিত্র লক্ষ্য করা যায়।

সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার কাসসাফ মার্কেট সংলগ্ন ডিএনডি ক্যানেলের উপর অবস্থিত ব্রিজটি। এদিকে সংস্কারের অভাবে ব্রিজটির পিলারের নিচের একাংশ ভেঙ্গে গিয়েছে। বাকি যে অংশগুলো অক্ষত রয়েছে সেগুলোরও অবস্থা ভয়াবহ।

এর ফলে ঝুঁকি নিয়ে ওই ব্রিজে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বর্তমানে ব্রিজটিতে পথচারীদের হাঁটাচলা করতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। নারী থেকে শুরু করে বয়োবৃদ্ধরা ভয় নিয়ে এটিতে চলাচল করছেন।

এলাকাবাসীর অভিযোগ, গত ৭ দিন ধরে ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ হীরাঝিল এলাকায় থাকা “হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি” থেকে শুরু করে কর্তৃপক্ষের কারো কোনো এ নিয়ে মাথাব্যাথা নেই।

আরো পড়ুন…আড়াইহাজারে তিন যুবককে আটক

জানা যায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এবং শিমরাইল মোড়ের মার্কেটগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার জন্য ১০ বছর পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। বর্তমানে ব্রিজটি বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া খাল পারাপারের জন্য কাছাকাছি কোনো ব্রিজ না থাকায় আশেপাশের ব্যবসায়ীরা তাদের মালামাল এই ব্রিজটি দিয়ে আনা নেওয়া করে থাকেন। এর ফলে ব্রিজটি ভেঙ্গে গেলে হীরাঝিল এলাকার সঙ্গে শিমরাইল এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এদিকে বর্তমানে ডিএনডি পানি নিষ্কাশনের জন্য একটি মেঘা প্রজেক্টের কাজ চলমান থাকলেও এটি শেষ হতে আরও অনেকদিন লাগবে। তাই এর আগে ব্রিজটি চলাচলের উপযোগী করে তোলার জন্য সিটি করপোরেশনের নিকট আবেদন জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

আরো পড়ুন…খালেদা জিয়া ও শ্রাবণের সুস্থতা কামনায় নাঃগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া ও মিলাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। গত দুদিন সিটি করপোরেশন বন্ধ থাকায় তাদের এই বিষয়টি জানানো সম্ভব হয় নি। রোববার আমি এই বিষয়টি নিয়ে সিটি করপোরেশনে যাবো। তাদের সঙ্গে কথা বলে সিটি করপোরেশনের প্রকৌশলীদের স্পটে এনে দেখতে হবে এই বিষয়ে কি করা যায়। হয়তো ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষ চলাচল বন্ধ করে দিতে হবে নয়তো সাময়িক সময়ের জন্য সংস্কার করা হবে। এ বিষয়ে আমি আর বিস্তারিত বলতে পারবো না। আমার কাজ হচ্ছে সিটি করপোরেশনকে জানানো। আমি এই দায়িত্ব অবশ্যই পালন করবো। বাকিটুকু সিটি করপোরেশনের কাজ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী খন্দকার ম্ঈুনুর রহমান এবং ডিএনডি প্রজেক্টের দায়িত্বে থাকা সেনাবাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ব্রিজ সংস্কার করা সিটি করপোরেশনের কাজ। এ বিষয়ে তারা ভালো বলতে পারবেন।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ডিএনডি ব্রিজ

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

জাকির এর মামলার নিস্পত্তির নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

সব বিতর্ক থামিয়ে এক মঞ্চে দেব-সৃজিত, চমকে গেলেন ভক্তরাও

আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে : রেল মন্ত্রী

সেলিম ওসমানের সুস্থতা কামনায় বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: মন্ত্রী গাজী

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: মন্ত্রী গাজী

৫২টি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি হয়

শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশে বিএনপি নৈরাজ্য,অগ্নি সংযোগ করছে—ইঞ্জিঃ মাসুম 

দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও বাধা পেরিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি