নির্মাণাধীন দশতলা ভবনের পিলার ধসে পড়ে সিদ্ধিরগঞ্জে ১ শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (নাসিক) ১ নং ওয়ার্ড শামসুল হক স্কুলের সাথে ১০ তলা বিল্ডিং এ একটি নির্মাণাধীন ভবনের পিলার ধসে পরে মো. আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টম্বর) রাত ৭টায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় এ ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে জানা যায় এই বিল্ডিংটি মূলত সমিতির মাধ্যমে করা এর মালিক ১৮ জন সদস্য। এই বিল্ডিং কন্ট্রাক্টর আরো দুটি বিল্ডিং এ কাজ করার সময় দুজন লোক মারা যায় সে মামলায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন।
এলাকাবাসী জানায়,কন্ট্রাক্টর ও মালিকদের কাজের সেফটির কারণে এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী বলেন, এলাকাবাসী প্রায় তাদের বলতেন, আপনারা ভালো করে সেফটি দিয়ে কাজ করেন এলাকাবাসীর কোন কথাই বিল্ডিং মালিকেরা পাত্তাই দিতেননা।
তিনি বলেন প্রয়োজনে নতুন টিন লাগিয়ে দেন তাও তারা নতুন টিন লাগিয়ে দেয় নাই। তারপরেই আজ এই দুর্ঘটনায় হারালো একজন বাবা তার সন্তান আব্দুল্লাহকে।
বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, নিহত শিশু ওই এলাকার শরিফুলের ছেলে।পরিদর্শক মো.মোজাম্মেল হক আরো জানান, নির্মাণাধীন ১০তলা ভবনের (৮তলার) পিলার ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন। শিশুর পরিবার যদি চায় তাহলে আমরা মামলা নিবো।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন,এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।