অনলাইন ডেস্ক:
ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে চালকের হৃদযন্ত্র বন্ধ হযে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে চালকের হৃদযন্ত্র বন্ধ হওয়ায় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ির সাথে আনন্দ পরিবহনের বাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান ও দুইটি ব্যাটারীচালিত রিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে চাষাঢ়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও বঙ্গবন্ধু সরকের সংযোগস্থলে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের গাড়ি চালক জাহাঙ্গীর আলম ও অজ্ঞাত রিকশা চালক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ফায়ার সার্ভিসের একটি গাড়ি হাজীগঞ্জ থেকে ফতুল্লার দিকে যাচ্ছিলেন। চাষাঢ়ার মোড় অতিক্রম করার সময় চালক চলন্ত গাগিতে হার্ট এ্যটাক করেন। এতে ফায়ার সার্ভিসের গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি বাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান ও দুইটি অটো রিকশার সাথে সংঘর্ষ হয়। এতে আনন্দ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে একজন রিকশা চালক নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের গাগি চালক মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, সকালে সগক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আহত ৭-৮ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফাযার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, জাহাঙ্গীর আলম নামে আমাদের একজন গাড়ি চালক নিহত হয়েছেন। এছাড়া আরো এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নাম পরিচয় বিস্তারিত পরে জানানো হবে।