অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলা এলাকায় সোমবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনের ছাদে অবস্থান করছিলো সেই যুবক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় তাঁর হাত, পাসহ শরীর কয়েক টুকরা হয়ে যায়। সাথে সাথে মৃত্যু হয় তাঁর।
আরো পড়ুন…মনোনয়ন প্রত্যাশীদের অনেকে দলের এমপিদের বিরুদ্ধে বিষোদগার করছেন: প্রধানমন্ত্রী
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ভবঘুরে। লোকজনের কাছ থেকে জানতে পেরেছি নিহত যুবক ট্রেনের ছাদে লাফালাফি করে চলন্ত ট্রেনের নীচে পরে নিহত হয়। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।