অনলাইন ডেস্ক:
“রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক কর্মসূচি নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী।
এরই ধারাবাহিকতায় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের নির্দেশে নারায়ণগঞ্জ (পূর্ব ও পশ্চিম) ডিপিডিসি কর্তৃপক্ষ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে কেল্লার মোড় (কিল্লারপুল) এলাকায় ফগার মেশিন দিয়ে ডেঙ্গু নিধন, লার্ভা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে এবং জনসচেতনতার জন্য জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে।
এ কর্মসূচি উদ্বোধন করেন ডিপিডিসির সাউথের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এনওসিএস সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন ও নারায়ণগঞ্জ পূর্ব ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদসহ অন্যান্য প্রকৌশলীরা।