অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত ঠেকাতে গিয়ে ছুরিকাহত নৈশপ্রহরী জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছর বয়সী এই বৃদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। নিহত জয়নাল মিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরী ছিলেন। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে পাহারা দেওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। ভবন মালিক রাসেল মিয়া বলেন, নির্মাণাধীন তিনতলা ভবনটিতে রাখা নির্মাণ সামগ্রী পাহারা দেওয়ার জন্য জয়নাল মিয়াকে রাখা হয়। শুক্রবার দিবাগত রাতে ডাকাতদের বাধা দিয়ে ছুরিকাহত হন তিনি। তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায় ডাকাতদল। ভোরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।