টাঙ্গাইল সদর থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলা ছাড়াও অন্য কোনো মামলার আসামি কি না, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।
টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়ের করা ৬টি মামলায় ১৯৪ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এই ছয়টি মামলায় অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬৬ জন। তারা এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।