সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে শিফা ইন্টারন্যাশনাল স্কুলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন স্বপনের নির্দেশনায় সোমবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল আহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগীয় প্রধান খাদিজা খাতুন লিমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, শিফা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক খন্দকার হাফেজ আহমেদ, ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, আরবি বিভাগীয় প্রধান হাফেজ কাজী মুমিনুল হক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।