Monday , 2 October 2023 | [bangla_date]
  1. ১৪০ এসপির পদোন্নতি
  2. ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার
  3. অগ্নিকান্ড
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আইনজীবী
  8. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
  9. আন্তর্জাতিক
  10. আর্কাইভ
  11. আলুর সিন্ডিকেট
  12. উপজেলা
  13. কাঁচপুর
  14. কৃষি ও প্রকৃতি
  15. খেলাধুলা

জাতীয় নির্বাচন: না’গঞ্জে সুসংগঠিত হওয়ার চেষ্টায় আ’লীগ, ঐক্যবদ্ধতার খোঁজে বিএনপি

প্রতিবেদক
Md Hasan
October 2, 2023 7:11 pm

রাজনৈতিক প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম নারায়ণগঞ্জের রাজনৈতিকাঙ্গন। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আর বিএনপি’র প্রতিবাদী কর্মসূচিতে মুখরিত মহানগরী। তবে দুই দলের ভেতরই গ্রুপিং আর কোন্দল দৃশ্যমান। এরমধ্যেই আগামী দিনে বিএনপি তথা অন্যান্য রাজনৈতিক দলগুলোর আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগের বাধা-বিপত্তি অতিক্রম করে রাজপথ দখলে রাখতে বিএনপি’র নেতারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

গত কযেক মাস ধরে দলীয় নানা কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জের রাজপথ দখলে রেখেছে বিএনপি। অপরদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হলেও পুরনোরাই জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই পদে আসীন হওয়ায় হতাশ হয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একাংশ।

নারায়ণগঞ্জের আওয়ামী লীগে বর্তমানে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে দুই ধারায় বিভক্ত হয়ে আছে দীর্ঘদিন ধরে। দলীয় নেতাকর্মীদের তথ্যমতে, এই দুই শীর্ষ নেতানেত্রীর বিরোধে হাইব্রিডরা সুবিধা ভোগ করছে নানাভাবে। সুবিধা নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর। যার অনেকটা দৃশ্যমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩টি নির্বাচনে আওয়ামী লীগের পরোক্ষ সমর্থনে বিএনপি’র বেশ কয়েকজন কাউন্সিলর নির্বাচিত হয়। সবশেষ নির্বাচনে বিএনপি’র প্রায় একডজন কাউন্সিলর বিজয়ী হয়েছে। এতে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন যেমন হচ্ছে না আর বিভিন্ন সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজমান রয়েছে দল ক্ষমতায় থাকার পরও বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে।

অপরদিকে, বর্তমানে বিএনপি’র অবস্থা আগের চেয়ে অনেক সুসংগঠিত। বিশেষ করে শত বাধা পেরিয়ে বিভাগীয় শহরে গণসমাবেশগুলো বিশাল নেতাকর্মীর উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হওয়ায় তাদের মনোবল অনেক বেড়ে গেছে। তবে জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণায় চাপা ক্ষোভ রয়েছে গত ১৩ বছর ধরে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে নেমে ক্ষমতাসীন দলের হামলা-মামলার শিকার হয়ে কারাভোগ করেছেন এবং মামলায় জর্জরিত। তাদের শঙ্কা পূর্ণাঙ্গ কমিটিতে সুবিধাবাদীরা গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেবে। আর যারা গা-বাঁচিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসা-বাণিজ্য ঠিক রেখেছেন তাদের আধিক্য দেখা যাবে আগামী কমিটিতে। যা নিয়ে ক্ষোভ বিরাজমান ত্যাগী নেতাকর্মীদের মধ্যে। সকল বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিবো ইনশাআল্লাহ।

সর্বশেষ - ঢাকা