আলোরধারা পতিনিদিঃ
জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর চেষ্টায় আট বছর বয়সের এক শিশুর চিকিৎসা খরচ ফেরত পেল।
বিস্তারিতঃ গত ২৩ শে আগস্ট রোজ বুধবার রাতে নারায়ণগঞ্জের এক ক্লিনিকে আট বছর বয়সী এক মেয়ে শিশুর চিকিৎসা চলাকালীন সময়ে কর্তব্যরত চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে শিশুটির পায়ে ইনফেকশন হয়ে যায় এবং সেখান থেকে পায়ে পচন ধরার আকৃতি ধারণ করে। এই ব্যাপারটি শিশুর পরিবার ক্লিনিকের কর্তৃপক্ষ জানালে, তারা তেমন গুরুত্ব না দিয়ে পরিবারটিকে আবারও একটি ব্যয়বহুল চিকিৎসা করতে বলেন।
পরিবারটি দরিদ্র হওয়ায় খুবই হতাশ হয়ে পড়েন। সেই মুহূর্তে শিশুটির মামা জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন রুপু ও জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শাহ আলম-সবুজ কে পুরো ঘটনাটি জানায়। পরবর্তীতে বিষয়টি শোনার পর তাদের চার সদস্যের একটি প্রতিনিধি দল ওই ক্লিনিকে পাঠায়।তাদের পাঠানো প্রতিনিধি দল সরজমিনে গিয়ে পুরো ঘটনাটি শোনার পর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ও কর্তৃপক্ষ এর সাথে কথা বলেন।
এক পর্যায়ে অনেক বুঝিয়ে বলার পরে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ও কর্তৃপক্ষ ভুল চিকিৎসার কথাটি স্বীকার করেন এবং তারা এই শিশুটির নতুন করে চিকিৎসা করার দায়ভার গ্রহণ করেন। শিশুটির পরিবার এই ক্লিনিকে পুনরায় চিকিৎসা করতে রাজি না থাকায় কর্তৃপক্ষ অন্য হসপিটালে চিকিৎসা করানোর জন্য ও ভুল চিকিৎসার ক্ষতিপূরণ হিসেবে এবং চিকিৎসার খরচ বাবদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
আরো পড়ুন… ভুলতা ও গোলাকান্দাইল হাইওয়ে রাস্তায় হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়ে চলছে অসংখ্য ব্যাটারিচালিত নিষিদ্ধ যানবাহন
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সায়েম অনিক, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ন সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান শুভ, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন সহ নারায়ণগঞ্জ মহানগর ১৩ নং ওয়ার্ডের সভাপতি আতিফ পাঠান রকি।
তাদের কাছে টাকাটি হস্তান্তর করার পর জাতীয় ছাত্র সমাজ জেলা ও মহানগরের সভাপতি শাহাদাত হোসেন রুপু ও শাহ আলম সবুজ নিজে দাঁড়িয়ে থেকে ভুক্তভোগী শিশুর পরিবারের কাছে টাকাটি বুঝিয়ে দেন এবং আশ্বাস করেন ভবিষ্যতে ভুক্তভোগী শিশুর চিকিৎসার জন্য যদি কোন অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ভুক্তভোগী শিশুর পাশে থাকবেন।