ইমরান হোসেন খাঁন :
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৮ নং ওয়ার্ডের চৌধুরীবাড়ী আদর্শ বাজারে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষে আওয়ামীলীগ নেতা ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ভূইয়ার সার্বিক সহযোগিতায় ও সভাপতিত্বে এবং জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও লক্ষিনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের অবিভাবক কমিটির সদস্য দিল মোহাম্মদ দিলুর পরিচালনায় দিন ব্যাপি কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন তেলওয়াতের মাধ্যমে এই সভা শুরু করা হয়। এ সভায় প্রধান অতিথি নারায়নগঞ্জ ৪ আসনের মাননীয় সাংসদ একেএম শামীম উসমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগরের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ কাযনির্বাহী সদস্য এহসানুল হাসান নিপু। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়া।
সম্মানীত অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমএ বারি, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, নাসিক ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, নাসিক ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও না.গঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, সাবেক কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ছাত্রলীগ এসএইচএম মাহাবুবুল আলম, এ আর কমপ্লেক্স স্বত্ত্বাধীকারি রফিকুল ইসলাম মুন্না, নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, ০৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আক্তার হোসেন, ০৮ নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ আলম প্রমুখ।
আলোচনা শেষে চৌধুরী বাড়ী আদর্শ বাজার জামে মসজিদের ইমাম মোনাজাত পরিচলনা করেন। মোনাজাত শেষে এই সভার আয়োজক সাইফুল ইসলাম ভূইয়া ও দিল মোহাম্মদ দিলু অন্যান্য নেতৃবন্দের উপস্থিতিতে জনগনের মাঝে খাবার বিতরন করেন।