অনলাইন ডেস্ক:
শনিবার (১২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এর কাঞ্চন সেতুর পাশে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যানচলাচল স্বাভাবিক করে।
আরো পড়ুন…জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায়ের ধারণা, মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো: ১৫-১১৯৯) ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আগুন লাগার সময় গাড়িতে যাত্রী ছিলেন না। চালক বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি পুড়ে গেছে।
গাড়িটির চালক রাজিব মিয়া জানান, রাজধানীর নতুন বাজার থেকে ‘অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রীদের পূর্বাচলে নামিয়ে দেওয়ার পর ফেরার পথে হঠাৎ আগুন ধরে যায়।