আলোরধারা ডেস্ক:
নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা হতে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ০২ আসামী সজীব ও শাকিল র্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার।
১৭ অক্টোবর ২০২২ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদরের দেওভোগ ও ফতুল্লা থানাধীন মুলিবাস এলাকায় ০২ জন গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত দুই এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। সজিব (২৩), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-উত্তর হাজীগঞ্জ, পাঠানতুলী আদর্শ কলোনী (কবরস্থানের পশ্চিম পাশের্^) এবং ২। শাকিল (২৪) পিতা- ইদ্রিস আলী, সাং- পশ্চিম তল্লা, বর্মন ভিলা ডাক্তার বাড়ী, উভয় থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।