Monday , 25 March 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. 1Win AZ Casino
  3. 1Win Brasil
  4. 1win Brazil
  5. 1WIN Casino Brasil
  6. 1win India
  7. 1WIN Official In Russia
  8. 1win Turkiye
  9. 1win uzbekistan
  10. 1winRussia
  11. 1xbet
  12. 1xbet apk
  13. 1xbet AZ Casino
  14. 1xbet Azerbajan
  15. 1xbet Casino AZ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুমিনুলের লড়াই, জিততে দরকার আরও ৩৮২ রান

প্রতিবেদক
admin
March 25, 2024 8:05 am
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুমিনুলের লড়াই, জিততে দরকার আরও ৩৮২ রান

শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সর্বনাশটা গতকালই ডেকে এনেছিল টাইগাররা। ৪৭ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। এই টেস্টে হার যে অবশ্যম্ভাবী তা নিয়ে আর সংশয়ও তাই কারো ছিল না।

আজ তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমেছিলেন মুমিনুল হক।

প্রথম ইনিংসে টাইগারদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা তাইজুল এবার অবশ্য ফিরেছেন দিনের শুরুতেই। এরপর মুমিনুলের সঙ্গী হয়েছিলেন মেহেদী মিরাজ। দুজন মিলে প্রতিরোধ গড়েছিলেন ভালোই।

লঙ্কান বোলারদের সামলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেছিলেন ৬৬ রান। তবে এরপরই কাসুন রাজিথার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন মিরাজ।

আউট হওয়ার আগে ৫০ বল খেলে ৩৩ রান করেন মিরাজ। এদিকে মিরাজ ফিরলেও বাংলাদেশ প্রথম সেশন উতরে যেতে পেরেছে ব্যাট হাতে মুমিনুলের একার লড়াইয়ে।

টেস্ট স্পেশালিষ্ট এই ব্যাটার প্রথম ইনিংসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে এসে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করছেন তিনি।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

মিরাজ ফেরার পর ক্রিজে মুমিনুলের সঙ্গী হয়েছেন শরিফুল ইসলাম। এ দুজনের ব্যাটেই মধ্যাহবিরতিতে যাওয়ার আগে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে বাংলাদেশ।

১১২ বলে ৪৬ রান করে ব্যক্তিগত অর্ধশতকের অপেক্ষাইয় আছেন মুমিনুল।

জয়ের জন্য টাগারদের এখনও প্রয়োজন আরও ৩৮২ রান। আর লঙ্কানদের সিরিজে লিড নিতে প্রয়োজন আর ৩ উইকেট। লাঞ্চের পর মুমিনুল-শরিফুলরা আর কতটা প্রতিরোধ গড়তে পারেন তাই এখন দেখার বিষয়।

সর্বশেষ - রাজনীতি