অনলাইন ডেস্ক:
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ফ্যান খুলে পড়ে ফাল্গুনী আক্তার ঈশা (১৮) নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর গালের একাংশ কেটে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে তাকে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়।
আহত ফাল্গুনী আক্তার ঈশা সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের ছাত্রী।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য
রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব কবির হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। আমরা আহত পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা দিয়ে আবার কেন্দ্রে নিয়ে আসি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।