আলোর ধারা ২৪.কমঃ কিশোরগঞ্জ জেলায় ৩য় বারের মত শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ কর্মকর্তা নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর গ্রামের ছেলে সার্জেন্ট সানিউল হক রবিন।
শনিবার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
ট্রাফিক ম্যানেজমেন্ট, যানজট নিরসন, অবৈধ যান আটক, এলইডি লাইট অপসারণ, নিষিদ্ধ হর্ন জব্দ, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক, বিভিন্ন ত্রুটি সম্পূর্ণ যানে সর্বাধিক মামলা এবং শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী তথা ১ মাসে ৫৩ টি সর্বোচ্চ মামলা দায়ের এবং অক্টোবর মাসের পারফর্মেন্স বিবেচনা পূর্বক কিশোরগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সানিউল হক রবিনকে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো:সানিউল হক রবিন বলেন,আমি তৃতীয় বারের মত শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে মনোনীত হয়ে পুরস্কার লাভ করে সত্যিই আনন্দিত, উদ্বেলিত, গর্বিত। আসলে পুরস্কার ত কিছু না সবচেয়ে বড় বিষয় ভালো কাজের স্বীকৃতি। আর বিশেষভাবে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার)। আমি সম্মানিত পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য সার্জেন্ট মো:সানিউল হক রবিন তার পূর্ব কর্মস্থল নারায়ণগঞ্জেও সুনামের সাথে কাজ করে গেছেন। তার সম্মান সরূপ নারায়ণগঞ্জেও তিনি বেশ কয়েকবার শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরষ্কার গ্রহণ করেন।