অনলাইন ডেস্ক:
ভুয়া কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা নজরুল ইসলাম এবং তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া কাস্টমস কর্মকর্তার ইউনিফর্ম, আইডি কার্ড, ওয়াকিটকি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সীল, স্টীকার, ভিজিটিং কার্ড, নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের এটিম কার্ড ও চেক বই, মোবাইল, ১টি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মূলহোতা মো. নজরুল ইসলাম (২৯), তার সহযোগী মো. ওয়ায়েশ করোনী ওরফে সেলিম (৪৭), নাসির উদ্দিন (২৬) ও সৈয়দ মো. এনায়েত (৪৮)।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, উচ্চাভিলাশী জীবন-যাপন করার উদ্দেশ্যে এই চক্রটি প্রতারণার কাজ বেছে নেয়। চক্রটি প্রায় ২ বছর যাবৎ এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছে। চক্রটির মোট সদস্য সংখ্যা ৭-৮ জন এবং চক্রটির মূলহোতা গ্রেপ্তারকৃত নজরুল।
আরো পড়ুন…সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভারের সেবা বন্ধ
কমান্ডার খন্দকার আল মঈন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। সাম্প্রতিক সময়ে একটি প্রতারক চক্র নিজেদেরকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে কাস্টমসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকুরী দেয়া, বিদেশে পাঠানো, ভিসা তৈরি, বিমানবন্দর ও স্থলবন্দরে মালামাল ছাড়িয়ে আনা, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলক ভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।
তিনি আরও জানান, এছাড়াও চক্রটি কাস্টমসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সীল ও স্টীকার গাড়িতে ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। বর্ণিত বিষয়ে গত ১৫ আগস্ট বেশ কয়েকজন ভুক্তভোগী র্যাব-১০ এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তাদের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।