ফুটবল বিশ্বকাপে আজ মঙ্গলবার বিকেল ৪টায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, এটিই শেষ বিশ্বকাপ হতে চলেছে দলের কিংবন্তি খেলোয়াড় লিওনেল মেসির। এ ফুটবল কিংবদন্তি ক্যারিয়ারের অনেক কিছু অর্জন করলেও এখনো বিশ্বকাপ জিততে পারেননি। তিনি অবশ্যই দলের হয়ে আরও একটি বিশ্বকাপ জিততে চাইবেন।
কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগমুহূর্তে বিশ্বকাপে মেসির শেষ গোলের ভিডিও নিজেদের ফেসবুক পেজে দিয়েছে ফিফা। ভিডিও পোস্ট করে তারা লিখেছে, বিশ্বকাপে মেসির শেষ গোল। এই বিশ্বকাপে তিনি কত গোল করবেন?
উল্লেখ্য, বিশ্বকাপে অন্যতম সফল দল আর্জেন্টিনা। দুইবার তারা বিশ্বকাপ জিতেছে, ১৯৭৮ ও ১৯৮৬ সালে। বিশ্বকাপের মঞ্চে রানার্স আপ হয়েছে তিনবার।