অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের মদনপুরের চাঁনপুর খান বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত বাস চালক ৩০ বছর বয়সী শফিকুল ইসলাম। সে মদনপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানান, সে মাদকাসক্ত ছিল। মদনপুরের চাঁনপুর খান বাড়ির সামনে বুধবার রাতের যে কোন সময় মৃত্যু বরণ করেন।শরীরে কোন আঘাতের চিহৃ নাই। ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ভোর রাতে যায় ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা। ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনর্চাজ এসআই তৌহিদদুজ্জামান জানান, খবর পেয়ে ভোর রাত ৪টার সময় সড়কে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।