আলোরধারা ডেস্কঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন, অথচ সরকার নির্বিকার। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিনামদর্শী সিদ্ধান্ত, অব্যবস্থাপনায় দেশ ও জনগণ আজ খাদের কিনারায়, জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
তিনি আরও বলেন, টিসিবির ট্রাকে চাল কিনতেও মানুষকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। তাও সবাই পাচ্ছে না। নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে সরকার নানা অজুহাত দেখাচ্ছে। অজুহাত দেখিয়ে গণবিচ্ছিন্ন সরকার পার পাবে না। দেশ ও জনগণের বেহাল দশার জন্য আওয়ামী সরকার দায়ী।
শনিবার বিকেলে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ শম্ভুগঞ্জ বাজারে উত্তর জেলা বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, আন্দোলন নগর, শহর, গ্রাম, পাড়া, মহল্লায় ছড়িয়ে পড়েছে। জনগণের অংশগ্রহণও ব্যাপক। তাই আন্দোলনকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ও মনোযোগ ভিন্ন দিকে নিতে মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার মুক্তি, রাজনীতি, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন।
