বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের একমাত্র সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বেলা ১১টায় রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইমক্যাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
আগামী দুই বছরের জন্য নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি রাজীব খান (tv9), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ভ্যানগার্ড)।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- রফিকুল ইসলাম সবুজ (দেশের কথা), শাহীদুল হাসান খোকন (ইন্ডিয়া টুডে), সিয়াম সারোয়ার জামিল (আজকের কাগজ ও ইমফল টাইমস), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ) এবং জাকির হোসেন (স্যান্দন পত্রিকা)।
নিখোঁজের একদিন পর মিললো ৪ শিশুর মরদেহ
ইমক্যাব নির্বাচনের (২০২৩-২০২৪) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১২ আগস্ট। গত ৭ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংগঠনের বিদায়ী সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বার্ষিক রিপোর্ট উত্থাপণ করেন। এ ছাড়া কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ আমিনুল হক ভুইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমক্যাবের নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন রায়।