আলোরধারা ডেস্ক:

সন্তান পৃথিবীতে আসার পরও দীর্ঘদিন এই বিতর্ক থেকে যায়। পরে নুসরাত জানান, তার সন্তানের বাবা আর কেউ নন, প্রেমিক যশ। এতে নিন্দুকের ট্রল থেকে কিছুটা হলেও বাঁচেন টালিউড নায়িকা।
পোষ্য কুকুরের সঙ্গে ছবি তোলে পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি টাইম’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডগমম’। অর্থাৎ পরিবারের জন্য সময়। এতদিন স্নেহের সঙ্গে লালন-পালন করেছেন এই ‘সন্তান’!
অভিনেত্রীর এই ছবি ও ক্যাপশন ঘিরেই সমালোচনার শুরু। কেউ কেউ কঠোর ভাষায় মন্তব্য করতেও ছাড় দেননি নায়িকাকে। শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যই বেশি। তবে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি নুসরাত।