অনলাইন ডেস্ক:
বিএনপি মহাসমাবেশ ঘিরে খুব চাপের মধ্যে আছি, বাড়ি বাড়ি গিয়ে পুলিশ গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৬ জুলাই) এক বার্তায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, আমরা খুব চাপের মধ্যে আছি। আমাদের নেতাকর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করছে। আমাদের গাড়ি ভাড়া করতে দিচ্ছে না। তাদের সমাবেশে গাড়ি ভাড়া করার জন্য আমাদের গাড়ি ভাড়া বাতিল করে দিচ্ছে। যেকোন বাধাই আসুক না কেনো, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে মহাসমাবেশে নেতাকর্মীদের নিয়ে যুক্ত হবো।