আলোরধারা ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় আবু রায়হান হত্যা মামলায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার রায়ের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন মুক্তাগাছার কাসেমপুরের হরিপুরের দুলাল মিয়া ও তার ছেলে তানভীর আহমেদ ফরহাদ।
মামলার বিবরণে জানা যায়, মুক্তাগাছার কাসেমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দুলাল মিয়ার সাথে প্রতিবেশী ফয়জুর রহমানের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকেলে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের হামলায় আবু রায়হান গুরুতর আহত হলে তাকে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার।
এ ঘটনায় নিহতের বাবা ফয়জুর রহমান চারজনের নামে মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলায় পরে দুলাল মিয়া ও তার ছেলে তানভীর আহমেদ ফরহাদের সম্পৃক্ততা পায় পুলিশ।
১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে দীর্ঘ নয় বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।