Wednesday , 1 November 2023 | [bangla_date]
 1. ১৪০ এসপির পদোন্নতি
 2. ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার
 3. অগ্নিকান্ড
 4. অপহরণ
 5. অর্থনীতি
 6. আইন-আদালত
 7. আইনজীবী
 8. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
 9. আন্তর্জাতিক
 10. আর্কাইভ
 11. আলুর সিন্ডিকেট
 12. উপজেলা
 13. কাঁচপুর
 14. কৃষি ও প্রকৃতি
 15. খেলাধুলা

আড়াইহাজারে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

প্রতিবেদক
N Jaman Mahdi
November 1, 2023 6:13 pm

আড়াইহাজারে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের পাচরুখিতে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। এসময় অবরোধকারীরা ২টি বাসে ভাংচুর চালায় ।

আহত তিন পুলিশ সদস্য হলেন, আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, এএসআই মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল হক এবং দুই আহত আওয়ামী লীগের নেতা হলেন, থানার সাতগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতী লীগের সাবেক সহসভাপতি আল আমিন চৌধুরী (৩৫)। এরমধ্যে কনস্টেবল মো. নুরুল হক ও আওয়ামী লীগের ২ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির লোকজন ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে৷ সেখানে কিছু গাড়ি ভাঙচুর করে৷ এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে তাদের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বিএনপির কর্মীরা৷ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷

‘বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিপুল সংখ্যক শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে৷ এ সময় বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন৷’, বলেন এ পুলিশ কর্মকর্তা।

বিএনপি কর্মীরা একজন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে৷ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ বিএনপির হামলায় গুরুতর আহত অপর দু’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান আমির খসরু৷

সর্বশেষ - ঢাকা