অনলাইন ডেস্ক:
বুধবার (১৬ আগষ্ট) সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা এলাকায় আড়াইহাজারে রাস্তা সংস্কারের কাজের সময় দেয়াল ধসে পড়ে ঠাকুর চাপ ঘোষ (৮০) নামের এক পল্লী চিকিৎসকের করুন মৃত্যু হয়েছে।
নিহত ঠাকুর চাপ ঘোষ নড়াইলের বাসিন্দা। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে বসবাস করে গ্রামে গ্রামে গিয়ে গবাদি পশুর চিকিৎসা করতেন।
জানা গেছে, মানিকপুর বাজার থেকে দয়াকান্দা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশলী অধীনে নির্মিত রাস্তা সংস্কারের কাজ করছিল তমা কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
আরো পড়ুন…নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকসহ পাঁচ সদস্য গ্রেপ্তার
ওই প্রতিষ্ঠানটি রাস্তা সংস্কার করার জন্য রাস্তার পাশে গর্তে করে। চৈতনকান্দা এলাকার সাব মিয়ার বাড়ীর সামনের গর্তটি বৃস্টিতে বড় হয়ে যায়। এতে বুধবার সকালের দিকে রাস্তার পাশে থাকা দেওয়ালটি ধসে পড়ে চাপা দিলে ঠাকুর চাপ ঘটনাস্থলে নিহত হয়।
আরো পড়ুন…সকল কিছুর জবাব দেয়ার জন্য প্রস্তুত হন: শামীম ওসমান
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, রাস্তার কাজ করার সময় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।