অনলাইন ডেস্ক:
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকা থেকে তিন যুবককে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার ও চাকু উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। পুলিশের দাবি আটকৃতরা ডাকাত দলের সদস্য।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালাকান্দি এলাকায় উপস্থিত হলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যান। তারা দীর্ঘদিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাড়িতে, ব্যবসায়ী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন…না’গঞ্জ মহানগর ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশে সরকারকে ২৪ ঘন্টার সময় দেওয়া হলো
আটককৃতরা হলেন- আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকার লেকত আলীর ছেলে ইয়াসিন (২৪), শালমদী এলাকার হাসান আলীর ছেলে মিলন (২৭) ও গহরদী এলাকার আফাজ উদ্দিন ডাকাতের ছেলে শাহজালাল (৩০)।