আলোরধারা ডেস্ক:
নগরীর খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালের পিছনের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেবা প্রত্যাশী রোগীদের মাঝে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর পৌঁনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১২টা ৫০ মিনিটে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পৌঁছেছে।
ঘটনাস্থলে থাকা আমাদের প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের পিছনের অংশে জমে থাকা বর্জ্য থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহা দেখে সেবা প্রত্যাশীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।