অনলাইন ডেস্ক:
আগামী মঙ্গলবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। প্রতি বছর দিনটিকে সারাদেশব্যাপী জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এবার জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সরকারি পর্যায়ে ও আওয়ামী লীগের দলীয়ভাবে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন পর্যায়ে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। ফলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
আরো পড়ুন…সোনারগাঁয়ে এমপি খোকার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজিত হবে। এছাড়া রয়েছে আরও বিভিন্ন আয়োজন। নারায়ণগঞ্জ জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে সকাল বেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) সূত্রে জানা যায়, ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, মেয়র ভবন, কদমরসুল, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ও ৩টি নগর স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল সাড়ে ৯টায় দুই নম্বর রেলগেট সংলগ্ন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ। এছাড়াও আরও বিভিন্ন আয়োজন রয়েছে।