Sunday , 30 July 2023 | [bangla_date]
  1. অগ্নিকান্ড
  2. অপহরণ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইনজীবী
  6. আন্তঃজেলা পাঁচ ডাকাত গ্রেফতার
  7. আন্তর্জাতিক
  8. আর্কাইভ
  9. উপজেলা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. গলাচিপা
  14. গ্যাস সংযোগ
  15. চট্টগ্রাম

আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সংঘর্ষে নিহত পথচারী হাফেজ রেজাউল

প্রতিবেদক
admin
July 30, 2023 6:23 pm

অনলাইন ডেস্ক:

গত শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হন পথচারী হাফেজ রেজাউল (২১)। তিনি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামের বর্গাচাষি আবদুস সাত্তারের বড় ছেলে। ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিস বিভাগের ছাত্র ছিলেন রেজাউল। গতকাল শনিবার সকালে রেজাউলের চাচা আজাহারুল ইসলামের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে তাঁর মৃত্যুর খবর দেয় নকলা থানা-পুলিশ। পুলিশ তাঁদের ঢাকায় গিয়ে রেজাউলের লাশ আনতে অনুরোধ করে। হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রেজাউলের মা–বাবা। এ ছাড়া তিন দিনেও ছেলের লাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এলাকাবাসী জানান, নম্র-ভদ্র সদালাপী রেজাউল রাজনীতিতে জড়িত ছিলেন না। ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা থেকে পড়া শেষ করে ঢাকায় দাওরায়ে হাদিস পড়তে যান। কোরবানির ঈদের কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়িতে আসেন। পরে গত বৃহস্পতিবার ডেঙ্গু পরীক্ষার জন্য আবার ঢাকায় যান। আজ রোববার দুপুরে নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা মিরগী নদীর পাড় ঘেঁষে রেজাউলদের বাড়ি। বাড়ির পাশে নারায়ণখোলা পশ্চিম আদর্শ উচ্চবিদ্যালয়। আশপাশে আর কোনো ঘরবাড়ি নেই। বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ে পারিবারিক কবরস্থানে রেজাউলের জন্য কবর খোঁড়া হয়েছে। তার পাশে কবরের জন্য চাটাই তৈরি করছেন এক ব্যক্তি। বাড়িতে ঢুকতেই দেখা গেল, ছেলের শোকে মাতম করছেন মা রেনুজা বেগম। তাঁকে ঘিরে আছেন এলাকাবাসী ও স্বজনেরা। বাবা আবদুস সাত্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। প্রতিবেশীরা পানি ছিটিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করছেন। রেজাউলের বড় দুই বোন ও মামা লাশ আনতে ঢাকায় গেছেন। লাশ আনতে অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন। কিন্তু দুপুর পর্যন্ত তাঁরা লাশ বুঝে পাননি বলে জানান। ছেলের কথা বলতেই আবদুস সাত্তার বুক চাপড়ে বলতে থাকেন, ‘কত কষ্ট কইরা লেহাপড়া (লেখাপড়া) করাইতাছি। শুক্রবার দুপুরেও মোবাইলে কথা হইল। পুলাডা ডেঙ্গু পরীক্ষা করব বইলা তিন হাজার টাকাও চাইছে। জুম্মার দিন বাজারের দোকান বন্ধ আছিল বইলা পাঠাবার পাই নাই। পরদিন সকালে তো শুনি বাপ আমার নাই। আমার বাপের কী দোষ, ও তো কোনো দল করত না। তাইলে কেন অরে মারল? আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আমার পুলারে যারা মারছে, আপনে তাদের সঠিক বিচার করবাইন।’ ‘আমার কলিজার বাপধন ডেঙ্গু পরীক্ষা করবার লাইগ্যা ঢাকা গেছিল। শুক্কুরবার সকালবেলা ফোন কইরা আমার কাছে তিন হাজার টাকাও চাইছে। ওই টাকা তো আর পাঠাইবার পাইলাম না। ও আল্লাহ, আমার স্বর্ণের চাক্কারে তুমি কই নিয়া গেলা? আমার কইলজার টুকরারে ছাড়া আমি অহন কেমনে থাকমু? মরার তিন দিনেও আমার বাপধনরে দেখবার পাইলাম না গো। তুমি আমারেও তুইল্লা নাও আল্লাহ।’ এভাবেই ছেলে রেজাউলের মৃত্যুর খবর শুনে আহাজারি করছেন মা রেনুজা বেগম (৪৫)।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  মতবিনিময়

জাকির এর মামলার নিস্পত্তির নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ১জন

হাসপাতালের সামনে সাউন্ড বক্স ও মাইকের উচ্চ শব্দে রোগীদের ভোগান্তি

গাজীপুরে জোরপূর্বক জমি দখল বাধা দেওয়ায় কেয়ারটেকারকে হত্যার চেষ্টা

সাংবাদিকের পিতা মুক্তিযোদ্ধা ইদ্রিস শেখ’র মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, প্রেসক্লাবের শোক

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ ৯০ নেতাকর্মীর আগাম জামিন

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ ৯০ নেতাকর্মীর আগাম জামিন

নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ২০ জন

নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ২০ জন

বিএনপির ২৫ কর্মীর রিমান্ড নামঞ্জুর, কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

তত্বাবধায়ক সরকারের জন্য অনেকের মায়া কান্না,তত্বাবধায়ক সরকার নামের কলঙ্কের বোঝা আর বইতে চাই না এ থেকে পরিত্রাণ চাই– এমপি খোকা