আলোরধারা ডেস্ক:
অনেকের ভীষণ প্রিয় ব্যাক্তি ইমতিনান ওসমান অয়নে র জন্মদিন ছিল আজ। সারদিনই নানা আয়োজনে দিনটি পালন করেছে অনেকে। অনেকে আবার জানিয়েছে শুভেচ্ছা। দিন শেষে ইমতিনান ওসমান অয়ন সকলের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কারণ, আজকের এই দিনে আপনারা অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, নানা আয়োজন করেছেন।
১৯৮৮ সালের ২১ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি দম্পতির ঘরে প্রথম সন্তান হিসেবে জন্মনেন ইমতিনান ওসমান অয়ন। তবে, অয়ন ওসমান নামেই বেশি পরিচিত।
জীবনের ৩৪ বছর অতিক্রম করেছেন তিনি। সোমবার ছিল ৩৫ তম জন্মদিন।
দিনটি উপলক্ষে নিতাইগঞ্জে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে রাসেল, সুরুজ, হাসান, ফরিদ।
এছাড়া বাপ্পি চত্ত্বরে সোহান, বাপ্পি, সীমান্ত, গোগনগর থেকে শরীফ, ইসদাইরে শুভ্র, রবিন, তল্লায় নীলয়, বাবুরাইলে নীলয়, তুষার, মুসলিম নগরে তালহা, জোনায়েত, রাফি, বন্দরে ফারিয়ান, ফারদিন, শিশির, আবির, জয়, সোনারগাঁ রাশেদ, সাব্বির, কাঁচপুরে শামীম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড থেকে শাওন, অনিক, শুভ, ১৬ নং ওয়ার্ডে সুব্রর্ণ, সেতু, ১৭ নং ওয়ার্ডে ইমন, কাশিপুরে ফরহাদ, ফতুল্লায় মীর শুভ, শুভ্র, রবিন, আহাদ, গোগনগরে আহাদ, রাফিন মিলাদ ও দোয়ার আয়োজন করে।
অয়ন ওসমান জানান, নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্রলীগ, সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগ, বন্দর থানা ছাত্রলীগ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ, ফতুল্লা ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডে ও ব্যক্তিগত পর্যায়ে যারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, আপনাদের এই নি:স্বার্থ ভালোবাসার কাছে আমি ঋনী। আশা রাখবো এভাবেই যেন আজীবন আমি ও আমার পরিবার আপনাদের ভালোবাসা ও দোয়া পাই এবং আজীবন আপনাদের পাশে থেকে দেশ ও দেশের কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পারি।